“৮৬ দিনে কুরআনে হাফেজ ইয়াসিন আরাফাত-তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, কক্সবাজার শাখার সাফল্য”

ষষ্ঠ শ্রেণীর নিয়মিত ক্লাস করে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, কক্সবাজার শাখা থেকে মাত্র ৮৬ দিনে ৩০ পারা কুরআন মুখস্থ করে দৃষ্টান্ত সৃষ্টি করল ইয়াসিন আরাফাত খান। পাশাপাশি সাধারণ শিক্ষায়ও চমকপ্রদ ফলাফল করে চলেছে মাত্র সাড়ে ১১ বছর বয়সী এই মেধাবী মুখ। 
হাফেজ ইয়াসিন দৈনিক নয়া দিগন্তের কক্সবাজার জেলা সংবাদদাতা (দক্ষিণ) গোলাম আজম খানের ছোট ছেলে। তার মা সালমা খাতুন গৃহিণী। 
তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা কক্সবাজার শাখার মেধাবী ছাত্র ইয়াসিন আরাফাত খান ইতঃপূর্বে পঞ্চম শ্রেণীতে বৃত্তি লাভ করে। বর্তমানে একই প্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত। 
প্রাতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক আসরেও প্রথম পুরস্কারসহ বেশ কয়েকটি উল্লেখযোগ্য পুরস্কার পেয়েছে সে। 
হাফেজ ইয়াসিন আরাফাতের দাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম ডাক্তার মোহাম্মদ ইছহাক খান টেকনাফের সুপরিচিত ব্যক্তি ছিলেন। নানা ছালেহ আহমদ সৌদি আরবের একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। তার স্থায়ী নিবাস টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের সাতঘরিয়াপাড়া এলাকায়।