• 01811473335, 01855935350 tanjimulummah@gmail.com
Sunday 15 Sep, 2024

হোস্টেল ব্যবস্থাপনা
প্রতিটি শিক্ষার্থীর জন্য খাট,আলনা,ওয়্যারড্রপ,পৃথক চেয়ার,টেবিলের ব্যবস্থাসহ আকর্ষণীয় থাকার রুম । পরিস্কার-পরিচ্ছন্নতার জন্য আয়া,বয় এবং সার্বক্ষণিক তদারকির ব্যবস্থা রাখা এবং তিনবার স্বাস্থ্যসম্মত নাস্তা ও তিনবার উন্নত খাবার পরিবেশন করা । এ ছাড়া নিজস্ব ডাক্তারের মাধ্যমে প্রতিনিয়ত স্বাস্থ্য সেবা দেয়া ।

নিজস্ব সফটওয়ারের ব্যবহার
আধুনিক জগতে সফটওয়ার একটি গুরুত্বপূর্ণ দিক । তাই নিজস্ব সফটওয়ারের মাধ্যমে হিসাব থেকে শুরু করে সব কিছূ সম্পন্ন করা হবে ।

ট্রেনিং ও শিক্ষা গবেষণা
জাতি গড়ার কারিগর সম্মানিত শিকদেরকে আরো দক্ষ ও যোগ্য করে গড়ে তোলার জন্য প্রশিক্ষণ প্রয়াজন। প্রশিক্ষণ ছাড়া শিক্ষকদের মানোন্নয়ন সম্ভব নয়। সেজন্যে ‘তানযীমুল উম্মাহ ট্রেনিং এন্ড রিচার্স ইনস্টিটিউট’ প্রতিষ্ঠা করা হয়েছে। এর মাধ্যমে Basic ও  Subjective কোর্স পরিচালনা করা হয়। এ ছাড়া বিভিন্ন বিষয়ে সেমিনার, ওয়ার্কশপ, মতবিনিময় সভা, মাঠ জরিপসহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করা হয়।

 

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসাসমূহ দেখতে ক্লিক করুন