Welcome to Tanzimul Ummah Foundation

                                                               “তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদেরকে মানবতার কল্যাণে সৃষ্টি করা হয়েছে-” [সূরা আলে-ইমরান- ১১০]
তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত একটি অলাভজনক এবং অরাজনৈতিক সংস্থা; যা ১৯৯৯ সাল থেকে একটি শিক্ষা মিশন হিসেবে কাজ করে যাচ্ছে। অবারিত সম্ভাবনার এ বাংলাদেশের মানবসম্পদকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা, অবহেলিত মাদরাসা শিক্ষার আধুনিকায়ন, আদর্শ মানুষ তৈরি, বেকারত্ব দূরীকরণে প্রকল্প পরিচালনা, জাতি গঠনে বিশেষ কার্যক্রম গ্রহণ, আর্ত-মানব সেবা, গবেষণা কার্যক্রম পরিচালনা, ইসলামি সংস্কৃতির লালন ও বিকাশ সাধন, সুশিক্ষা বিস্তারে মননশীল প্রকাশনা, আলকুরআন শিক্ষার প্রচার ও প্রসারসহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করছে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন। তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন এক বাস্তবসম্মত এবং সুনির্দিষ্ট কর্মসূচি নিয়ে অগ্রসর হচ্ছে। সে কর্মসূচির কয়েকটি বাস্তব পদক্ষেপ নিম্নে তুলে ধরা হল :
শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা
আল্লাহ তায়ালা বলেন, “আপনি বলুন, যারা জানে আর যারা জানে না, তারা কি সমান হতে পারে?” (সূরা যুমার- ০৯) । শিক্ষা ছাড়া জাতিকে উন্নতির শিখর�..
Our Achivements
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 'মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়' কর্তৃক আয়োজিত 'জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০১৯' এ ক্বিরাত বিভাগ 'গ' গ্রুপে চ্যাম্পিয়ন হিসেবে সনদ ও স্বর্ন পদক অর্জন করেছে তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ৯ম শ্রেণির ছাত্র 'ত্বকী তাহমিদ অনর্ব। তাকে গত বুধবার বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে  মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সচিব কামরুন নাহার এই পুরস্কার প্রদান করেন।ত্বকী তাহমিদ অর্নবের এ গৌরবময় অর্জনের জন্য তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন তানযীমুল উম্মাহ আলিম
কাতার তিঝান আন-নূর বিশ্ব হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০১৮ এ ক্বিরাত ও হিফয বিভাগে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, আত-তাসমী’ শাখার ছাত্র হাফেয আবু রায়হান সারা বিশ্বের ৫১টি দেশের মধ্যে ২য় স্থান অর্জন করেছে। আবারো বাংলাদেশের হাফেয বিশ্ব মেধা তালিকায়\r\nকাতার তিঝান আন-নূর বিশ্ব হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০১৮ এ ক্বিরাত ও হিফয বিভাগে উত্তরাস্থ তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, আত-তাসমী’ শাখার ৫ম শ্রেণীর ছাত্র হাফেয আবু রাইহান সারা বিশ্বের ৫১টি দেশের মধ্যে ২য় স্থান অর্জন করেছে, আলহামদুলিল্লাহ। নেত্রকোনার সন্তান এ কৃতী ছাত্রের বাবার নাম হাফেয নূরুল ইসলাম ও মায়ের নাম ফাতেমা বেগম। খোঁজ নিয়ে জানা যায়, তাঁর বাবা দীর্ঘদিন যাবত নিখোঁজ থাকায় তাঁর মা তাকে অনেক কষ্টে মানুষ করেছেন। লেখাপড়ার ক্ষেত্রে তানযীমুল উম্ম
তানযীমুল উম্মাহ হিফয মাদারাসা, আত-তাসমী’ শাখার ছাত্র হাফেয ইয়াকুব হোসেন তাজ হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০১৮ এ তাফসীর বিভাগে ১ম স্থান অর্জন করেছে, আলহামদুলিল্লাহ। তানযীমুল উম্মাহ হিফয মাদারাসা, আত-তাসমী’ শাখার ছাত্র হাফেয ইয়াকুব হোসেন তাজ হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০১৮ এ তাফসীর বিভাগে ১ম স্থান অর্জন করেছে, আলহামদুলিল্লাহ।
ICT- তে তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা দেশসেরা... মাদরাসা ক্যাটাগরীতে ICT সেক্টরে দেশসেরা হয়েছে তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা। ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭ এর সমাপনী অধিবেশনে মাননীয় অর্থমন্ত্রীর কাছ থেকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) এর পুরস্কার গ্রহণ করছেন তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মামুন।\r\nরাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ভুটানের আইসিটি মন্
“৮৬ দিনে কুরআনে হাফেজ ইয়াসিন আরাফাত-তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, কক্সবাজার শাখার সাফল্য” ষষ্ঠ শ্রেণীর নিয়মিত ক্লাস করে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, কক্সবাজার শাখা থেকে মাত্র ৮৬ দিনে ৩০ পারা কুরআন মুখস্থ করে দৃষ্টান্ত সৃষ্টি করল ইয়াসিন আরাফাত খান। পাশাপাশি সাধারণ শিক্ষায়ও চমকপ্রদ ফলাফল করে চলেছে মাত্র সাড়ে ১১ বছর বয়সী এই মেধাবী মুখ। 
হাফেজ ইয়াসিন দৈনিক নয়া দিগন্তের কক্সবাজার জেলা সংবাদদাতা (দক্ষিণ) গোলাম আজম খানের ছোট ছেলে। তার মা সালমা খাতুন গৃহিণী। 
তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা কক্সবাজার শাখার মেধাবী ছাত্র ইয়াসিন আরাফাত খান ইতঃপূর্বে পঞ্চম শ্রেণীতে বৃত্ত
News Update

সারাদেশব্যাপী আমাদের শাখাগুলোতে [সিট খালি থাকা সাপেক্ষে] ভর্তি চলছে। আপনাদের সুবিধার্থে সমস্ত শাখার যোগাযোগ ও ঠিকানা নিচে দেয়া হল। আপনার সন্তান/পোষ্যের ভর্তি নিশ্চিত করার অনুরোধ রইল।

Tanzimul Ummah Girls Madrasahপ্লে-আলিম শ্রেণি [বিজ্ঞান ও মানবিক]বাড়ি # ০৭, রোড # ০৫, সেক্টর # ১৩, উত্তরা, ঢাকাফোন : ৫৫০৮৫৭৪৯, ০১৭১৬৮২৭০৬৩, ০১৭২১৬২৬১৭০Tanzimul Ummah Hifz Madrasah১ম-৭ম শ্রেণিবাড়ি # ৪৪,..