• 01811473335, 01855935350 tanjimulummah@gmail.com
Wednesday 15 Jan, 2025

Tanzimul Ummah Hifz Madrasah, Permanent Campus, Ashulia


মহাগ্রন্থ আল-কুরআন বিশ্ব জাহানের প্রতি পালক আল্লাহ তা’আলার সর্বশেষ অবতারিত গ্রন্থ, মানবতার মুক্তি সনদও এক বিশেষ নিয়ামত “Source of  Knowledge” সর্বশ্রেষ্ঠ মু’জিযা এবং হেদায়াত, যাতে রয়েছে মানবজীবনের সকল দিক ও বিভাগ সম্পর্কে সুস্পষ্ট দিক-নির্দেশনা।

আল-কুরআন সংরক্ষণে হাফেয গণবিশেষ ভূমিকা পালন করে আসছেন। সূরা আল-হিজরের ৯ নং আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই আমি কুরআন অবতীর্ণ করেছি আর আমি অবশ্যই এর হেফাযত করবো”। কুরআন কারীমের হিফাযত ব্যবস্থা অভিনব ও আশ্চর্যকর। যখনই কুরআনের কোন অংশ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিলহত, তখনই তিনি কাতেবে ওহী দ্বারা তা লিপিবদ্ধ করে নিতেন এবং সাহাবাগণ ঐ অংশটুকু মুখস্থকরে ফেলতেন। এভাবে সুদীর্ঘ ২৩ বছর যখন কুরআন অবতীর্ণ হওয়া সমাপ্তহলো, তখন একদিকে যেমন তা পুরোপুরি লিপিবদ্ধ হলো, অন্যদিকে তেমনি অসংখ্য সাহাবী কুরআন পূর্ণরূপে হিফয করেতা সংরক্ষণের ব্যবস্থা করলেন। এরপর যুগযুগ ধরে উক্ত সংরক্ষণ ব্যবস্থা যথা নিয়মেই চলে আসছে।

আমাদের দেশের মাদরাসা শিক্ষা ব্যবস্থায় হিফযুল কুরআন একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এরগুরুত্ব অনুধাবন করে দেশে অসংখ্য হিফয মাদরাসা প্রতিষ্ঠিত হয়েছে। হিফয মাদরাসাগুলোতে হিফযের পাশাপাশি কুরআনের বাস্তব জ্ঞান তথা আধুনিক শিক্ষা নাথাকায় শিক্ষার্থীগণ যুগোপযোগী শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এর ফলে তারা উচ্চ-শিক্ষা গ্রহণ করতে পারছে না। প্রকৃতপক্ষে কুরআন হিফযের কারণে শিক্ষার্থীর মেধাবিকশিত এবং উৎকর্ষিত হয়, ফলে তা আধুনিক শিক্ষা গ্রহণের ক্ষেত্রে অন্তরায় না হয় সহায়ক ভূমিকা পালন করে। তাই উন্নত পরিবেশে হিফযের পাশাপাশি যুগোপযোগী শিক্ষা দানও থাকা-খাওয়ার ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হাফেযে কুরআন তৈরির উদ্দেশ্যে ১৯৯ সালে প্রতিষ্ঠিত তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন দেশের গুরুত্বপূর্ণ জায়গায় হিফয মাদরাসা প্রতিষ্ঠা করছে। এরই ধারা বাহিকতায় ব্যস্ত ও প্রবাসী অভিভাবকগণের সন্তানদের জন্য আধুনিক হোস্টেল ও একাডেমিক ব্যবস্থাপনায় ২০১২ সালে প্রতিষ্ঠা করেছে-তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, স্থায়ী ক্যাম্পাস, আশুলিয়া
ঈমান ও দেশ প্রেমে উদ্বুদ্ধ এই প্রতিষ্ঠান সকলের আন্তরিক সহযোগিতা ও পরামর্শ নিয়ে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহতা’আলা আমাদের সকল কে কবুল করুন। তানযীমুল উম্মাহ কে কবুল করুন। আমীন।

হিফয বিভাগ
 নূরানি, নাযেরা, হিফয, তাসমী‘ও মুসাবাক্বাহ বিভাগ

জেনারেল বিভাগ
প্লে থেকে সপ্তম শ্রেণি

 

হিফযুল কুরআনঃ
•    তাজবীদ ভিত্তিক বিশুদ্ধ ও মার্জিত উচ্চারণ
•    তিন বছরে সম্পূর্ণ কুরআন হিফযের ব্যবস্থা 
•    তিলাওয়াতের মানোন্নয়নের জন্য হুসনে সাওত প্রতিযোগিতা আয়োজন ও পুরস্কার প্রদান
•    আন্তর্জাতিক পর্যায়ের হাফেয ও ক্বারীগণ কর্তৃক সরাসরি প্রশিক্ষণ 
•    হিফয সমাপনকারী ছাত্রদের জন্য তাহফীযুল কুরআন অ্যাওয়ার্ড ও সাটিফিকেট প্রদান 
•    জাতীয় ও আন্তর্জাতিক হিফয প্রতিযোগিতায় অংশগ্রহণ

জেনারেল বিভাগ
•    হিফযুল কুরআনের পাশাপাশি নার্সারী থেকে ৭ম শ্রেণিতে পড়ার সুযোগ
•    ৫ম শ্রেণিতে সমাপনী পরীক্ষার জন্য বিশেষ তত্ত্বাবধান 
•    আরবি ও ইংরেজি ভাষায় কথোপকথনের যোগ্যতা অর্জন 
•    সকল শ্রেণিতে কম্পিউটার শিক্ষা

হোস্টেল ব্যবস্থাপনা
    আধুনিক হোস্টেল ব্যবস্থাপনা
    ব্যস্ত ও প্রবাসী অভিভাবকের সন্তানদের দায়িত্ব গ্রহণ
    অভিজ্ঞ হিফয ও জেনারেল শিক্ষকমন্ডলী দ্বারা পরিচালিত
    মনোরম ও নিরিবিলি পরিবেশ ও সাংস্কৃতিক কার্যক্রম ও খেলাধুলার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান
    নৈতিক মানোন্নয়ন বিশেষ কার্যক্রম
    বিনোদনের সুব্যবস্থা
    প্রতিদিন রুচিসম্মত নাস্তা ও তিন বেলা স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন
    শিশুর শারীরিক ও মানসিক বিকাশে বিশেষ গুরুত্বারোপ
    শিক্ষার্থীদের সার্বক্ষণিক নিরাপত্তার সু-ব্যবস্থা 
    নিজস্ব চিকিৎসকের মাধ্যমে নিয়মিত স্বাস্থ্য পরিচর্যা
    জামা-কাপড় ধোয়া ও ইস্ত্রি করার জন্য সার্বক্ষণিক লন্ড্রি সার্ভিস
    ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে ক্লাস পর্যবেক্ষণ 
    ছাত্রদেরকেদাঈইলাল্লাহহিসেবেতৈরিকরারজন্যবিশেষকার্যক্রম গ্রহ

হিফযের বিশেষ কার্যক্রম

    সাপ্তাহিক সবিনা 
    মাসিক পরীক্ষা
    হিফয প্রতিযোগিতা ও বিজয়ী ছাত্র-শিক্ষকদের মাঝে পুরস্কার বিতরণ 
    আন্তঃ মাদরাসা হিফয প্রতিযোগিতা
    আন্তঃ মাদরাসা নাযেরা প্রতিযোগিতা
    আন্তর্জাতিক মানের হাফেয দ্বারা হদর প্রশিক্ষণ 
    হিফয পড়ার মানোন্নয়নের জন্য হদর প্রতিযোগিতাও পুরস্কার প্রদান 
    হুসনে সাওত মাহফিল 
    নিয়মিত মাশকের ব্যবস্থা
    তাহাজ্জুদ সালাতে খতমে কুরআন
    নির্ধারিত ফরমে হিফয সমাপন পরিকল্পনা গ্রহণ 
    সিডি-ভিসিডির মাধ্যমে তেলাওয়াত শুনাননা ও দেখানো
    মাসিক সর্বোচ্চ হিফয সবক প্রদানকারী ছাত্রকে পুরস্কৃতকরণ

অন্যান্য কার্যক্রম:
    প্রতিদিন নির্ধারিত রুটিন মোতাবেক জেনারেল ক্লাস
    হিফয সমাপনকারী ছাত্রদের হিফযুল কুরআন অ্যাওয়ার্ড অনুষ্ঠান 
    ১৫ জন ছাত্রের জন্য একজন শিক্ষকের তত্ত্বাবধানে একটি হিফয গ্রুপ
    নির্ধারিত নিয়মে প্রতিদিন সবক, সাত সবক ও আমুখতা আদায় 
    মাস শেষে প্রত্যেক ছাত্রের জন্য প্রতিবেদন তৈরি ও পর্যালোচনা 
    বছরে মোট ২টি পরীক্ষা, অর্ধ-বার্ষিক পরীক্ষা ও বার্ষিক পরীক্ষা
    প্রমোশন টেস্টের মাধ্যমে আমপারা, নাযেরা ও হিফয সবক প্রদান
    রেজাল্ট সংরক্ষণের জন্য রেজাল্ট কার্ডের ব্যবস্থা 
    হিফযের সাথে সঙ্গতি রেখে জেনারেল বিষয়ে পাঠদান 
    ডায়েরী সংরক্ষণ ব্যবস্থা

সাংস্কৃতিক কার্যক্রম

    সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান কুরআন তিলাওয়াত, ইসলামী সঙ্গীত ও বক্তৃতা 
    অভিজ্ঞ কালচারাল শিক্ষকের মাধ্যমে ইসলামী সঙ্গীত ও আবৃত্তির প্রশিক্ষণ ব্যবস্থা 
    কিরাত মাহফিল
    বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান 
    বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা
    বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
    সিরাত মাহফিল
    শিক্ষামূলক সিডি ও ভিসিডি প্রদর্শন
    সুন্দর হস্তাক্ষর প্রতিযোগিতা
    বিভিন্ন দিবস উদ্যাপন 
    সাধারণ জ্ঞান প্রতিযোগিতা
    মিনিটুর ও গ্রুপ ভ্রমণ 
    ফুটবল, ব্যাডমিন্টন এবং ক্রিকেটসহ অন্যান্য খেলাধুলা

নৈতিক মানোন্নয়ন

    মোটিভেশনাল প্রোগ্রাম 
    নসীহতমূলক প্রোগ্রাম
    বিষয়ভিত্তিক আলোচনা 
    হাদীস পাঠ 
    সংশোধনমূলক আলোচনা সভা 
    বিভিন্ন যিকির ও দু'আ মুখস্থকরণ 
    মনীষিদের জীবনী আলোচনা
    বিষয়ভিত্তিক প্রশিক্ষণ [সালাত, অযু ও পবিত্রতা]

যে শ্রেণিতে ভর্তি করা হয় 
    কায়দা, আমপারা, নাযেরা ও হিফয বিভাগ 
    তাসমী' শুনানী বিভাগ ও মুসাবাক্বাহ প্রতিযোগিতা  বিভাগ 
    নার্সারী থেকে ৭ম শ্রেণি

ভর্তি পরীক্ষার ধরন
    ক.লিখিত পরীক্ষা
    খ. মৌখিক পরীক্ষা 

যে সব বিষয়ে ভর্তি পরীক্ষা নেয়া হয় ( মোট - ১০০ নম্বর)
                                    
    আরবি       -10
    ইংরেজি     -10
    বাংলা        -10
    গণিত        -10
    সাধারণ জ্ঞান    -10
    মৌখিক (কায়দা, আমপারা, নাযেরা ও হিফয)    -50

    ৫০০ টাকার বিনিময়ে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে 
    ভর্তি ফরমের সাথে ছাত্রের ৪ কপি এবং অভিভাবকের ৩ কপি পাসপোর্টসাইজের ছবি জমা দিতে হবে
    ছাত্রের প্রত্যয়নপত্র বা ছাড়পত্র, জন্ম নিবন্ধন এবং হেলথ সনদ জমা দিতে হবে
    অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি জমা দিতে হবে
    ছাত্রের মূল অভিভাবক ছাড়াও দুইজন অভিভাবক প্রতিনিধি যারা ছাত্রের সাথে দেখাশুনাও আনা-নেওয়া করবেন তাদের ঠিকানা উল্লেখপূর্বক ১ কপি ছবি জমা দিতে হবে
    স্থানীয় ১ জন অভিভাবকের ছবি জমা দিতে হবে 
    প্রতিষ্ঠানের নির্ধারিত ফি জমা দেওয়ার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।
 

...................................................

Tanzimul Ummah Hifz Madrasah, Permanent Campus, Ashulia

সাধুপাড়া মাঠ সংলগ্ন, আশুলিয়া, ঢাকা।
মোবাইল : 01999903994, 01752783015
E-mail : tuhmasubd@gmail.com

Our Facebook Page