• 01811473335, 01855935350 tanjimulummah@gmail.com
Thursday 28 Aug, 2025

২০২১ সালের দাখিল পরীক্ষায় তানযীমুল উম্মাহ‘র সাফল্য

২০২১ সালের দাখিল পরীক্ষায় তানযীমুল উম্মাহ‘র শিক্ষার্থীরা চমৎকার সাফল্য অর্জন করেছে। দাখিলে ৩১৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১৫৫ জন জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

উল্লেখ্য ১৯৯৯ সালে প্রতিষ্ঠার পর থেকে এ প্রতিষ্ঠান বোর্ড পরীক্ষায় শতভাগ সাফল্য পেয়ে আসছে। ইতঃপূর্বে ইবতেদায়ি শিক্ষা সমপনী, জেডিসি ও দাখিল পরীক্ষায় একাধিকবার ১ম স্থানসহ ১৮ বার বোর্ডের মেধাতালিকায় স্থান পেয়েছে। এছাড়াও জাতীয় ও আর্ন্তজাতিক হিফযুল কুরআন প্রতিযোগিতায় একাধিকবার প্রথম স্থানসহ কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।