আলজেরিয়ায় আন্তর্জাতিক হিফযুল কুরআন প্রতিযোগিতায়
বিজয়ী তানযীমুল উম্মাহ‘র ছাত্র হাফেয তাওহীদুল ইসলাম
আলজেরিয়ায় আন্তর্জাতিক হিফযুল কুরআন প্রতিযোগিতায় ২০২৫ এ ২য় স্থান অর্জন করেছে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ছাত্র হাফেয তাওহীদুল ইসলাম। গত ২৬ জানুয়ারি বাংলাদেশ সময় রাত ১২ টায় আলজেরিয়ার বেনি মেসাউসের ন্যাশনাল আর্মি ক্লাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উক্ত প্রতিযোগিতায় সারা বিশ্বের ১২০ টি দেশের হাফেযে কুরআন অংশগ্রহণ করে। ২৬ জানুয়ারি বাংলাদেশ সময় রাত ১২ টায় প্রতিযোগিতার ফলাফল ঘোষনা করা হয়। এতে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী উত্তরার তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ছাত্র হাফেয তাওহীদুল ইসলাম ২য় স্থান অর্জন করে বিশ্ব দরবারে বাংলাদেশের মুখ উজ্জল করেন। হাফেয তাওহীদুল ইসলামের এ বিজয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন। এ বিজয়ে তাওহীদের পিতা-মাতা, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও মহান আল্লাহ তা‘য়লার প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন তানযীমুল উম্মাহ পরিবার।