• 01811473335, 01855935350 tanjimulummah@gmail.com
Thursday 13 Nov, 2025

বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে গুণী শিক্ষকের সম্মাননা পেলেন তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ড. আব্দুল্লাহ আল মামুন।

বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশের গুণী শিক্ষকদের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করতে, ০৫ অক্টোবর ২০২৫ ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক গুণী শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ‘সিনিয়র মাদরাসা শিক্ষক’ ক্যাটাগরিতে গুণী শিক্ষকের সম্মাননা অর্জন করেন তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ড. আব্দুল্লাহ আল মামুন। শিক্ষাক্ষেত্রে অবিচল নিষ্ঠা এবং লব্ধ জ্ঞানের আলো ছড়িয়ে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব রেহানা পারভীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুণী শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, বিশেষ অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ, ইউনেস্কো ঢাকা অফিসের প্রধান Dr. Susan Vize , সম্মানিত অতিথি Islamic World Educational, Scientific and Cultural Organization-ICESCO এর ডিরেক্টর জেনারেল Dr. Salim M. Almalik.