ভর্তি সংক্রান্ত তথ্যাবলী [ক্যাডেট ও জেনারেল শাখাসমূহের জন্য]
# আমাদের বৈশিষ্ট্য
বিশুদ্ধ কুরআন শিক্ষা
সমৃদ্ধ পাঠাগার
ইসলামিক ক্যালিগ্রাফী প্রশিক্ষণ
কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা
মনোরম ও নিরিবিলি পরিবেশ
নৈতিক মানোন্নয়নে বিশেষ কার্যক্রম
নিয়মিত বিনোদন ও সাংস্কৃতিক কার্যক্রম
জেডিসি ও দাখিলের জন্য বিশেষ তত্ত্বাবধান
সাস্থ্যসম্মত, রুচিশীল নাস্তা ও খাবার পরিবেশন
সকল শ্রেণিতে কম্পিউটার শিক্ষা
আরবি ও ইংরেজি ভাষার উপর বিশেষ গুরুত্বারোপ
সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিভা বিকাশে বিশেষ কার্যক্রম
আবাসিক শিক্ষার্থীদের সকালে ও রাতে নিয়মিত কোচিং
আধুনিক শিক্ষা উপকরণ ও সরঞ্জামসহ ঝপরবহপব খধন
গ্রেডিং পদ্ধতিতে Website এ ফলাফল প্রকাশ।
# ক্যাডেট সিস্টেমে পরিচালিত
যথাসময়ে পাঠ্যপুস্তক অধ্যয়ন
নির্ধারিত সময়ে খাবার গ্রহণ
নিয়মিত শারীরিক অনুশীলন
উপযুক্ত ক্যারিয়ার গঠন
নির্ধারিত সময়ে জামায়াতে সালাত আদায়
সময়মত বিশ্রাম ও ঘুম ।
# অনাবাসিক নিয়মাবলী
অভিভাবকগণ যথাসময়ে মাদরাসায় শিক্ষার্থীর আসা-যাওয়া নিশ্চিত করবেন
শিক্ষার্থীকে মাদরাসা কর্তৃক নির্ধারিত ইউনিফর্ম পরিধান করে নিয়ে আসতে হবে
অভিভাবক নিজ দায়িত্বে বাসায় পড়ালেখার ব্যবস্থা করাবেন
কোন সমস্যা হলে কর্তৃপক্ষকে অবহিত করবেন
ছাত্রের ছুটি প্রয়োজন হলে (অগ্রিম নির্ধারিত দরখাস্তের) মাধ্যমে ছুটি নিবেন
বাসায় শিক্ষার্থীর জন্য ইসলামী পরিবেশের ব্যবস্থা করবেন
প্রতিদিন ডায়েরি দেখে ক্লাসের পড়া জেনে নিবেন
প্রতিদিনের C.W, H.W খাতা চেক করবেন
ছাত্রের C.T, M.T প্রস্তুতির প্রতি নজর রাখবেন এবং C.T, M.T রেজাল্ট জানার চেষ্টা করবেন
সিলেবাস দেখে ‘আখলাকে হাসানা’ বিষয়গুলোর প্রতি ছাত্রকে উৎসাহিত করবেন
মহিলা অভিভাবকগণ পর্দা সহকারে মাদরাসায় আগমন করবেন
অভিভাবক সমাবেশে হাজির থাকবেন এবং গুরুত্বপূর্ণ মতামত প্রদান করবেন
যথাসময়ে ছাত্রকে এসেম্বলীতে অংশগ্রহণ করার ব্যবস্থা করবেন ।
# আবাসিক নিয়মাবলী
পাঁচ ওয়াক্ত সালাত জামায়াতের সাথে পড়তে হবে
নিজের রুম, সীট, জামা-কাপড় গুছিয়ে ও পরিষ্কার রাখতে হবে
মাদরাসায় প্রবেশ ও বাহির হতে অবশ্যই পাঞ্জাবী, টুপি ও পায়জামা পরিহিত থাকতে হবে
প্রতিষ্ঠানের কোন আসবাবপত্র বা সম্পদ নষ্ট করলে ক্ষতিপূরণ/জরিমানা দিতে হবে
মোবাইলসহ যেকোন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস রাখা ও বহনকরা সম্পূর্ণরূপে নিষিদ্ধ
কোন সমস্যা হলে ব্লক টিচারকে অথবা কর্তৃপক্ষকে অবহিত করবে
শিক্ষার্থীর নিকট কোন টাকা-পয়সা রাখা যাবে না
অফিস এবং শিক্ষকদের রুমে প্রবেশের সময় অনুমতি নিতে হবে
যথাসময়ে খাদ্য গ্রহণ করতে হবে
মাদরাসা ত্যাগ এবং মাদরাসায় প্রবেশের সময় অফিসে দেখা করতে হবে
কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কাউকে নিজের রুমে প্রবেশ করানো যাবে না
আবাসিক ছাত্রদের সিট বিন্যাস কর্তৃপক্ষ নির্ধারণ করবেন। এক্ষেত্রে অভিভাবকের কোন এখতিয়ার থাকবে না।
ডিসেম্বর মাসের পূর্বে সীট ছাড়লে ডিসেম্বর পর্যন্ত বেতন পরিশোধ করতে হবে।
# বহিষ্কার নীতিমালা
ছাত্রদের নৈতিক চরিত্রের চরম (অশ্লীল কথাবার্তা বা আচার-আচরণ/ চুরি/ধুমপান ইত্যাদি) অবনতির জন্য বহিষ্কার করা হবে।
ভর্তি পরবর্তী সময়ে কোন ছাত্রের ছোঁয়াচে অথবা বিকৃত রোগ (যা অন্যদের জন্য ক্ষতিকর)
ধরা পড়লে তার ভর্তি সাময়িক/স্থায়ীভাবে বাতিল করা হবে।
কোন ছাত্র নিয়মিত বাড়ির কাজ না করলে, পড়া না পারলে, অপরিচ্ছন্ন থাকলে, ক্লাসে
বই খাতা নিয়ে না আসলে ইত্যাদি কারণে তাকে ছাড়পত্র দিয়ে দেয়া হবে ।
ছুটি ছাড়া ১ মাস ক্লাসে অনুপস্থিত থাকলে পুনরায় ভর্তি হতে হবে
প্রতিষ্ঠান অথবা দেশ বিরোধী রাজনৈতিক কর্মকান্ড পরিলক্ষিত হলে ভর্তি বাতিল করা হবে।
# ভর্তির নিয়মাবলী
যে শ্রেণিতে ভর্তি করা হয়
৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত
আবাসিক, অনাবাসিক, ডে-কেয়ার
# ভর্তি পরীক্ষার ধরন
সম্মিলিত/একক পরীক্ষা
উভয় পদ্ধতিতে লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ
# যে সব বিষয়ে ভর্তি পরীক্ষা নেয়া হয়
কুরআন ও হাদীস ১০
আরবি ১৫
ইংরেজি ১৫
বাংলা ১০
গণিত ১০
সাধারণ জ্ঞান ১০
মৌখিক ১০
কুরআন তিলাওয়াত ও হিফজ ২০
মোট ১০০
# শ্রেণি ও বয়সসীমা
৬ষ্ঠ শ্রেণি ১১-১২ বছর
৭ম শ্রেণি ১২-১৩ বছর
৮ম শ্রেণি ১৩-১৪ বছর
৯ম শ্রেণি ১৪-১৫ বছর
#ভর্তি প্রক্রিয়া
৫০০/- (পাঁচশত) টাকার বিনিময়ে ভর্তি ফরম ও প্রসপেক্টাস সংগ্রহ করতে হবে
ভর্তি ফরমের সাথে ৪ কপি পাসপোর্ট সাইজ ও ৪কপি স্ট্যাম্প সাইজের ছবি এবং
প্রত্যয়নপত্র বা ছাড়পত্র জমা দিতে হবে।
একটি নির্ধারিত চুক্তিপত্রে অভিভাবক স্বাক্ষর করবেন
ছাত্রের মূল অভিভাবক ছাড়াও অনুর্ধ্ব দুইজন অভিভাবক প্রতিনিধি ছাত্রের দেখাশুনার জন্য তাদের ঠিকানা ভর্তি ফরমে উল্লেখ করবেন।
প্রতিষ্ঠানের নির্ধারিত ফি জমা দেওয়ার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।
# প্রতিষ্ঠান যা সরবরাহ করবে
(আবাসিক ছাত্রের জন্য)
ওয়ারড্রব আলনা খাট তোষক
উল্লেখ্য, শার্ট-প্যান্ট, শর্টপাঞ্জাবী ও অশালীন পোশাক-পরিচ্ছদ হোস্টেলে ব্যবহার করা
যাবে না এবং টাখনুর নিচে পায়জামা/লুঙ্গি পরিধান করা যাবে না।
# অভিভাবক যা সরবরাহ করবেন
১. পাঞ্জাবি ২ টা করে
২. পায়জামা ২ টা করে
৩. সাদা জুব্বা ১ টা
৪. সাদা পাতলা গেঞ্জি, হাতাওয়ালা গেঞ্জি ২ টা করে
৫. সাদা টুপি ২ টা করে
৬. স্পঞ্জের সেন্ডেল, চামড়ার সেন্ডেল ১ জোড়া করে
৭. মাদরাসার ব্যাগ ১ টা
৮. বিছানার চাদর, বালিশ কাভার ২ টা করে
৯. মশারী, বালিশ ১ টা করে
১০. সাদা কেড্স ২ জোড়া
১১. সাদা মোজা ২ জোড়া
১২. বড় গামছা/তোয়ালে ১ টা
১৩. সোয়েটার (শীতকালীন সময়ের জন্য) ১ টা করে
১৪. কম্বল /লেপ ও কাঁথা ১ টা
১৫. লুঙ্গি/সুতি ট্রাউজার ২ টা করে
১৬. মগ/গ্লাস ১ টা
১৭. সাবান, সাবান বক্স, টুথব্রাশ, টুথপেস্ট প্রয়োজনমত
১৮. নেইল কাটার, জুতার ব্রাশ প্রয়োজনমত
১৯. পারফিউম, তেল, লোশন ইত্যাদি প্রয়োজনমত
২০. নাইট ড্রেস প্রয়োজনমত
# সংশোধন পদ্ধতি
শিক্ষার্থীকে সংশোধন করার জন্য যা করা হবে-
১. নসিহত করা
২. ব্যক্তিগতভাবে মোটিভেশন করা
৩. ক্রটিপূর্ণ বিষয়ে সতর্ক করা
৪. Punishment এর আওতায় আনা, অভিভাবকসহ বসা এবং লিখিত অঙ্গিকারনামা নেয়া
৫. এরপরও সংশোধিত না হলে T.C দেয়া হবে।
# সহপাঠ্যক্রম কার্যক্রম
ব্যাসিক কোর্স ও হস্তাক্ষর প্রশিক্ষণ সবক অনুষ্ঠান
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন বিতর্ক প্রতিযোগিতা
মহান স্বাধীনতা দিবস ও বিজয় দিবস উদযাপন ক্যালিগ্রাফি প্রদর্শন
সীরাতুন্নবী সা.মাহফিল ডিসিপ্লিন ডে/সপ্তাহ
ক্যারিয়ার গাইড লাইন দেয়ালিকা প্রকাশ
মিনি স্টাডি ট্যুর বিতর্ক/ লেখক কর্মশালা
ক্বিরাত/ হুসনে সওত / হদর মাহফিল বার্ষিক সেমিনার
মাসায়েল / প্রশ্নোত্তরের আসর শিক্ষাসফর (ক্লাসভিত্তিক)
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ইফতার মাহফিল
বার্ষিক পুরস্কার বিতরণী কালচারাল প্রেজেন্টেশন ডে
ওরিয়েন্টেশন প্রোগ্রাম ঈদ পুনর্মিলনী
বোর্ড পরীক্ষার্থীদের জন্য গাইডলাইন প্রোগ্রাম ও দু’আ
# আবাসিক শিক্ষার্থীর সাথে সাক্ষাতের নিয়ম
প্রতি জুমাবার সকাল দশটা থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত শিক্ষার্থীর সাথে দেখা করা যাবে।
সাক্ষাতপ্রার্র্থীকে নির্ধারিত খাতায় নিজ নাম, শিক্ষার্থীর নাম, শ্রেণি, ক্যাডেট নং শিক্ষার্থীর সাথে সম্পর্কের ধরন উল্লেখ করতে হবে।
রাতের বেলা (মাগরিবের পর) কোনক্রমেই সাক্ষাত করা যাবে না
বিশেষ প্রয়োজনে আসর থেকে মাগরিব পর্যন্ত ছাত্রদের সাথে সাক্ষাত ও ফোনে কথা বলা যাবে।
ভর্তি ফরমে উল্লেখিত ব্যক্তি ছাড়া অন্য কেউ সাক্ষাত, বাসায় নেয়া বা ফোন করতে পারবেন না।
মহিলা অভিভাবক হিজাব ও শালীনতার সাথে সাক্ষাত করতে আসবেন
কোন অভিভাবক প্রতিষ্ঠান প্রধানের অনুমতি ব্যতীত ছাত্রদের আবাসিক রুমে প্রবেশ করতে পারবেন না।
অনির্ধারিত ছুটিতে ছাত্রকে বাসায় নিতে হলে আগেই ফোনে জানাতে হবে অন্যথা ছুটি পাওয়া যাবে না।
মনে রাখতে হবে, ঘন ঘন বাসায় নেয়া ও ফোন করা, ছাত্রের পড়া লেখার জন্য ক্ষতিকর।
# মাসিক বেতন ও ভর্তিকালিন ফি (অনাবাসিক)
ভর্তি ফি (এককালীন) 9,000/-
সেশন ফি (বাৎসরিক) 10,000/-
সর্বমোট 19,000/-
টিউশন ফি 2,500/-
টিফিন ফি 500/-
হাউজ মেইনটেন্যান্স ফি 1,000/-
সর্বমোট 4,000/-
মাসিক বেতন ও ভর্তিকালিন ফি (আবাসিক)
ভর্তি ফি (এককালীন) 9,000/-
সেশন ফি (বাৎসরিক) 10,000/-
সংস্থাপন ফি 9,000/-
সর্বমোট 28,000/-
টিউশন ফি (মাসিক) 3,000/-
হোস্টেল ফি(মাসিক) 9,000/-
সর্বমোট 12,000/-
# অন্যান্য ফি
১. পরীক্ষার ফি বার্ষিক 3,000.00 (দুই হাজার সাতশত টাকা)।
২. গ্রুপ ভ্রমণ, পরিচয় পত্র ও লাইব্রেরি ফি বার্ষিক 1,500.00 (এক হাজার পাঁচশত টাকা)।
৩. খাতা, কলম, পেনসিল ইত্যাদি ফি বার্ষিক 2,000.00 (দুই হাজার টাকা)।
৪. ড্রেস (মাদরাসার ১ সেট ও খেলার ১ সেট) বাবদ 2,100.00 (দুই হাজার ছয় শত টকা)।
৫. জেডিসি ও নবম শ্রেণির রেজিস্ট্রেশন ফি বাবদ যথাক্রমে 2,000.00 ও 1,000.00 (দুই হাজার ও এক হাজার টাকা মাত্র)।
৬. হাফেজ ছাত্রদের কুরআন শিক্ষা বাবদ মাসিক ফি 500.00 (পাঁচশত টাকা)।
৭. তানযীমুল উম্মাহ বাবদ বার্ষিক 500.00 (পাঁচশত টাকা)।
৮. বিজ্ঞানাগার ফি বাবদ বার্ষিক 2,500.00 (দুই হাজার পাঁচশত টাকা)।
৯. বইয়ের টাকা (বোর্ড বই ছাড়া) চাহিদা অনুযায়ী।
১০.শিক্ষাসফর (ক্লাসভিত্তিক) এর টাকা চাহিদা অনুযায়ী।
১১.পুরাতন ছাত্রদের জন্য সেশন ফি 10,000.00 (দশ হাজার টাকা)।
ডে - কেয়ার (খাদ্য ও দ্বি প্রহরের বিশ্রামের ব্যবস্থাসহ)মাসিক বেতন : 10,000/-
ডে - কেয়ার (খাদ্য ও দ্বি প্রহরের বিশ্রাম ছাড়া)মাসিক বেতন : 8,000/-
প্রতিষ্ঠান পরিবর্তন ফি (তানযীমুল উম্মাহর যে কোন শাখায়) :3,000/-
# মাসিক (আবাসিক) বেতনের মধ্যে প্রদেয় সুবিধাদি
১. থাকা ৪. বিনোদন ৭. নিরাপত্তা ১০. পরিচর্যা
২. খাওয়া ৫. টিফিন ৮. চুলকাটা ১১. কোচিং
৩. ক্লাসের বেতন ৬. নিয়ন্ত্রণ ৯. প্রাথমিক চিকিৎসা ১২. কাপড় ধোয়া ও ইস্ত্রি