Friday 19 Apr, 2024

কাতার তিঝান আন-নূর বিশ্ব হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০১৮ এ ক্বিরাত ও হিফয বিভাগে তানযীমুল উম্মাহ‘র ছাত্র হাফেয আবু রায়হান সারা বিশ্বের ৫১টি দেশের মধ্যে ২য় স্থান অর্জন করেছে।

আবারো বাংলাদেশের হাফেয বিশ্ব মেধা তালিকায়

কাতার তিঝান আন-নূর বিশ্ব হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০১৮ এ ক্বিরাত ও হিফয বিভাগে উত্তরাস্থ তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, আত-তাসমী’ শাখার ৫ম শ্রেণীর ছাত্র হাফেয আবু রাইহান সারা বিশ্বের ৫১টি দেশের মধ্যে ২য় স্থান অর্জন করেছে, আলহামদুলিল্লাহ। নেত্রকোনার সন্তান এ কৃতী ছাত্রের বাবার নাম হাফেয নূরুল ইসলাম ও মায়ের নাম ফাতেমা বেগম। খোঁজ নিয়ে জানা যায়, তাঁর বাবা দীর্ঘদিন যাবত নিখোঁজ থাকায় তাঁর মা তাকে অনেক কষ্টে মানুষ করেছেন। লেখাপড়ার ক্ষেত্রে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনও তাঁকে অনেক সহযোগিতা করে। সে সবার দু’আপ্রার্থী।