• 01811473335, 01855935350 tanjimulummah@gmail.com
Saturday 21 Dec, 2024

'জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় ক্বিরাত বিভাগে স্বর্ণ পদক অর্জন করছে তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ছাত্র ত্বকী তাহমিদ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 'মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়' কর্তৃক আয়োজিত 'জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০১৯' এ ক্বিরাত বিভাগ 'গ' গ্রুপে চ্যাম্পিয়ন হিসেবে সনদ ও স্বর্ন পদক অর্জন করেছে তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ৯ম শ্রেণির ছাত্র 'ত্বকী তাহমিদ অনর্ব। তাকে গত বুধবার বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে  মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সচিব কামরুন নাহার এই পুরস্কার প্রদান করেন।
ত্বকী তাহমিদ অর্নবের এ গৌরবময় অর্জনের জন্য তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা কর্তৃপক্ষ

উল্লেখ্য ১৯৯৯ সাল  থেকে এ প্রতিষ্ঠান জাতীয় হস্তাক্ষর, ক্যালিগ্রাফি, ক্বিরাত, রচনা, ইসলামী সঙ্গীত, বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ১ম স্থানসহ  জাতীয়  ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় একাধিকবার ১ম স্থান অর্জন করেছে ।

দৈনিক নয়া দিগন্ত
http://www.enayadiganta.com/news.php?nid=494815