শাখার বৈশিষ্ট্য
০১. ছাত্রদের পড়ালেখার পাশাপাশি নৈতিক মান সুন্দর রাখা জন্য কার্যকরী উদ্যাগ।
০২. হাফেজ ছাত্রদের হিফজের শুনানীর ব্যবস্থা রয়েছে।
০৩. সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগীতার মাধ্যমে ছাত্রদের দক্ষতা বৃদ্ধি ও মুল্যায়ন।
০৪. আল্লাহ তায়ালার কালাম দিয়ে ছাত্রদের শিক্ষা শুরু করা।
০৫. ছাত্রদের সুপ্ত প্রতিভার বিকাশ সাধন।
বিশেষত্ব
০১. তুলনামূলক সহজতর দৈনন্দিন রুটিন।
০২. ইসলামিক গান ও দেয়ালিকা প্রশিক্ষান।
০৩. ঞ ঠ প্রোগ্রাম ও বিভিন্ন শিশু প্রতিযোগিতা অংশগ্রহন।
০৪. নিয়মিত ঈঞ/গঞ নেয়ার মাধ্যমে জেনারেল শিক্ষার মান উন্নয়ন।
০৫. গ্রুপ ভ্রমন ও নৈতিক মনোন্নয়নে বিশেষ কার্যক্রম।
অর্জন
০১. জেডিসি ও দাখিল পরীক্ষায় শতোভাগ উর্ত্তীণ।
০২. জেডিসি ও দাখিল পরীক্ষায় ভালো ফলাফল ও একাধিক বার ফাউন্ডেশনে সেরা স্থান অর্জন।
০৩. ছাত্রদের একটি অংশের পাবলিক বিশ্ববিদ্যালয়,সরকারী মেডিকেল কলেজ, বুয়েট ও বিদেশে পড়াশুনার জন্য কৃতিত্বের সাথে উর্ত্তীণ হওয়া।
০৪. কুরআন তিলাওয়াত ,ইসলামি সঙ্গীত,সাধারন জ্ঞান প্রতিযোগীতা সরকারী ও বেসরকারীভাবে অসংখ্য বার কৃতিত্বের সাক্ষর।
০৫. কয়েকটি টিভি চ্যানেলে ছাত্রদের ইসলামী সঙ্গীত ও বিভিন্ন উপস্থাপনা প্রচার।
পুরস্কার
০১. কেরাত ,ইসলমী গান প্রতিযোগীতায় সরকারী ও বেসরকারী ভাবে প্রতি বছর উর্ত্তীণ ও সনদ অর্জন।
০২. চ্যানেল আই,এটিএন বাংলা,চ্যানেল নাইনে,কুইজ প্রতিযোগীতায় পুরস্কার প্রাপ্ত বিজয়ী।
০৩. প্রতিবছর নারায়ণগঞ্জ জেলা হতে কুরআন প্রতিযোগিতায় একাধিকবার পুরস্কার অর্জন করেছে।
জেনারেল ক্লাস
০১. আমাদের অর্ধ বার্ষিকীর মধ্যে ২টি সিটি ১টি এমটি এবং বার্ষিকী পরীক্ষার মধ্যে ১টি এমটি ফাউন্ডেশন এর সিডিউল অনুযায়ী নেওয়াহয়।
০২. প্রতিদিন ৮.৪৫ থেকে ১.৩০ মিনিট পর্যন্ত ৮ পিরিউড ক্লাস হয়।তবে বৃহস্পতিবার ৫ পিরিউড ক্লাস হয়।
০৩. আমাদের ফাউন্ডেশনের সিডিউল অনুযায়ী ৫ম,৮ম,১০ম শ্রেণির মডেল টেস্ট পরীক্ষা হয়।
০৪. আমাদের মিডর্টাম পরীক্ষা গুলো ৫০ মার্ক এর এবং অর্ধ বার্ষিক পরীক্ষা ও বার্ষিক পরীক্ষা গুলো ১০০ মার্ক এর হয়।
০৫. আমাদের সিটি ও এমটি পরীক্ষা গুলো ১০ মার্ক এ নেওয়া হয়ে থাকে।
০৬. আমাদের ৯ম ও ১০ম শ্রেণির গ্রুপ এর বিষয় গুলোতে প্যাকটিকেল ও ভাইভা নেওয়া হয়।
০৭. আমাদের জেনারেল ক্লাস এর সকল পরীক্ষার খাতা গুলো সঠিক ভাবে মূল্যায়ন করা হয়।
০৮. জেনারেল ছাত্রদের প্রতিদিন ৩ বার কোচিং করানো হয়।
হিফয বিভাগ
০১. প্রতিদিন হাফেজ ছাত্রদের তিন সময়ে কুরআন ক্লাস হয় ( ফজর নামাজের পরে এক ঘন্টা , ৮.০০ থেকে ৮.৪৫ এবং মাগরিবের পরে ৬.১৫ থেকে ৭.০০ টা পর্যন্ত )
০২. প্রতিদিন ক্লাসে উপস্থিত নিশ্চিত করা হয়।
০৩. হাফেজ ছাত্রদের দৈনিক রির্পোটসহ মাসিক রির্পোট পর্যআলোচনা করা হয়।
০৪. ছাত্রদের যোগ্যতা অনুযায়ী নূরানী,আমপারা,নাযারা ও হিফজ পড়ানো হয়।
০৫. হিফজ বিভাগে পরীক্ষার মাধ্যমে মান উন্নান করা হয়।
০৬. রমযান মাসে হাফেজ ছাত্রদের দ্বারা তারাবিতে একাধিক কুরআন খতম দেওয়া হয়।
০৭. হাফেজ ছাত্রদের প্রতিদিন শুনানী এবং তেলওয়াত নিশ্চিত করা হয়।
Tanzimul Ummah Madrasah, Narayanganj Branch
বাড়ি # ৩৬৭, বউ বাজার , আটি ওয়াপদা কলোনী, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ শাখা
ফোন : ৭৬১৫৯৯, ০১৬১৯৪৬৫৬৮৯, ০১৮৬৩৬৪৮০০০